গোলাম রাব্বানীঃস্টাফ রিপোর্টারঃ
গত ০৯ মে ২০২৩ ইং তারিখ ভিকটিম নাহিদুজ্জামান নাহিদ (২৮),পিতা-মোঃ ঝন্টু ব্যাপারী, সাং-মালগ্রাম শান্তিনগর, থানা ও জেলা- বগুড়া সন্ধ্যা অনুমান ২০.৩০ ঘটিকার সময় সদর থানাধীন মালগ্রাম বেলতলা মসজিদের পিছনে মজিবরের বিল এর পার্শ্বে একটি মাঠে ক্রিকেট খেলার লীগ ছাড়ার বিষয়ে আলাপ আলোচনা করার সময় ধৃত আসামী পূর্ব শত্রুতার জের ধরে ধারালো রামদা, ধারালো হাসুয়া ও চা*কু দেশী অ*স্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া পূর্ব পরিকল্পনা মোতাবেক বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে ভিকটিমের উপর হামলা করে ভিকটিমকে হ*ত্যার উদ্দেশ্যে জখম করে। পরবর্তীতে ভিকটিমকে র*ক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। উক্ত হত্যার ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অদ্য ১০ মে ২০২৩ ইং তারিখে বগুড়া জেলার সদর থানায় একটি মামলা দায়ের করে (সদর থানার মামলা নং-৩৩ ,তাং-১০/০৫/২০২৩ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০)। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনার পর থেকেই র্যাব আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ফলশ্রুতিতে অদ্য ১০ মে ২০২৩ ইং তারিখ ২০.০০ ঘটিকায় র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র্যাব-১২, সিপিসি-৩, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইমন(২৮), পিতা- মোঃ হেলাল, সাং- মালগ্রাম (কসাইপাড়া), থানা ও জেলা- বগুড়াকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply