সাংবাদিক মোল্লা জালাল’র কথা ও সুরে টুটুল খানের মায়ের গান-আমি কার ছেলে কার ভাই বেরাদার জানেতো সবাই, শুধু দশ মাস দশ দিনের খবর জানে আমার মায়…’ রিলিজ হয়েছে মা দিবসে। জামালপুরের উদীয়মান কন্ঠশিল্পী ক্লোজাপ তারকা টুটুল খান সঙ্গীত নিয়ে পড়াশুনার পাশাপাশি নিয়মিত গাইছেন। আধুনিক গানের শিল্পী টুটুল খানের গাওয়া এই গানটির সংগীতায়ন করেছেন মান্নান মোহাম্মদ। মা বন্ধনার এই গানটি রিলিজ হয়েছে ত্রিতাল মিউজিক চ্যানেলে । গানটির ভিডিও নির্মাণ করেছেন সিমন বড়ুয়া।
Leave a Reply