বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
দীর্ঘদিনর প্রত্যাশা, একটি সেতু উদ্ধোধনের মাধ্যমে পূরণ হলো।
রবিবার ২৮ মে দুপুর ১১টার সময় ফিতা কেটে মোনাজাতের মাধ্যমে যৌথভাবে এরাবরাক সেতুর শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ও নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। পরে দুপুর ১২ টায় খলিলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও আব্দুল বশির এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আউশকান্দি হীরাগঞ্জ বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল হাদী। এতে বিশেষ অতিথিদের মধ্যে থেকে সিলেট বিভাগীয় প্রকৌশলী এজাজ মোর্শেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী,নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রোপাইটার লিটন রায়, খলিলপুর ইউ/পির সাবেক চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু, খলিলপুর ইউ/পি চেয়ারম্যান আবু মিয়া,ইউনিয়ন আওয়ামীগের সভাপতি হাজী আহমদ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য রাখেন। এতে আরো উপস্হিত ছিলেন, নবীগন্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গতিগবিন্দ দাস,নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু সহ হবিগন্জ ও মৌলভীবাজার এই দুই জেলার রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি, থানা প্রশাসন, কৃষক শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই ব্রীজ হওয়ায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কয়েক লক্ষ মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক আরো সুদৃঢ় হবে । অনেক দিনের স্বপ্নের সেতু উদ্ধোধন হওয়ায় দু’পারের মানুষের মধ্যে আনন্দ দেখে খুব ভাল লাগছে। বর্তমান সরকার জনগনের সরকার। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে জয় যুক্ত করবো।
উক্ত সেতুটি মৌলভীবাজার সদর উপজেলার অনুর্ধ্ব ১০০ মিঃ সেতু নির্মান প্রকল্প এর অধীনে গোরারাই কেশবচর রাস্তার ২২০০ চেইনেজ হাজি মোঃ মখলিছ মিয়ার বাড়ির সামনে এরাবরাক নদীর উপর ৯৬ মিঃ পিএসসি গার্ডার ব্রীজ হিসেবে এটি নির্মিত হয়েছে।
Leave a Reply