মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঈদুল আযহা উপলক্ষে সাভার আশুলিয়া ধামরাইবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা জেলার উত্তরের ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রায়হান হামিদ।
এক বিবৃতিতে ছাত্রলীগ নেতা রায়হান হামিদ বলেন, ‘ ঈদুল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’
‘পবিত্র ঈদুল আযহার আনন্দ ছোট-বড়, ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সব ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দে সবাই সামিল হোক। সুখী-সমৃদ্ধ, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শিক্ষা সমৃদ্ধ-সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠুক এই শুভ কামনায় সাভার আশুলিয়া ধামরাইবাসীসহ দেশের সব ধর্মপ্রাণ মানুষের প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এর ঈদ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
Leave a Reply