মৌলভীবাজার জেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিয়ম করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) মহোদয়।
রোববার (৩০ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদর্শন কুমার রায়।
মতবিনিময় সভার শুরুতে মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) মহোদয় আগত সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) মহোদয় দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের প্রতি আহবান জানান।
উক্ত মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জনাব মোহসিন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তপন দেব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ওয়ালিদুর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply