শোক সংবাদ,
দৈনিক একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার ইন্তেকাল।
২আগস্ট বুধবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এদিকে দৈনিক একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারের মৃত্যুতে উনার আত্মার মাগফিরাত কামনা, গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশের মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত আধুনিক প্লাটফরম, জাতীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সোসাইটি (এসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সহ সভাপতি এম এ ছবুর, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী ও সাবেক সভাপতি শিব্বির আহমদ ওসমানসহ সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা শোকবার্তায় উল্লেখ করেন, আজাদ তালুকদারের মৃত্যুতে জাতির অপুরণীয় ক্ষতি হল। এ ক্ষতি কখনো পুরণ হবার নয় বলে জানান।
শোক বাণীতে নেতৃবৃন্দরা আরও বলেন, আজাদ তালুকদারের মাগফিরাতের জন্য এবং উনার শোকসন্তপ্ত পরিবার পরিজনকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করে সেজন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply