ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ মাদক ৫০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২- আগষ্ট ) সকাল ৭টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের নানইচ মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে,তালিকা ভুক্ত পলাতক আসামি ০১,মো. গোফফার সোনার, পিতা: জহির সোনার সাং লক্ষনপাড়া, ০২, মোছা: রোকসানা,পিতা:ইউনুস সাং জালালপুর থানা বদলগাছি দ্বয়কে ৫০ (পঞ্চাশ) বোতল এমকেডিল সহ আটক করা হয়।
এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম, তিনি জানান, জেলা পুলিশ সুপার, মুহাম্মদ রাশিদুল হকের দিক-নির্দেশনায় , অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল প্রত্যক্ষ তত্বাবধানের, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আব্দুল গনি ও এসআই (নিঃ) মো. শফিকুল ইসলামসহ , সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহয়াতায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মাদক দ্রব্য যুব সমাজকে ধ্বংসকারী মাদক এমকেডিল উদ্ধার করে ২জন আসামীকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, আটক হওয়া আসামি গাফফারের বিরুদ্ধে মাদক মামলায় ২টি জিআর গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেই সাথে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply