খুলনার দাকোপের বাজুয়া বেড়েরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিলীপ বড়ুয়াএর অর্থয়ানে শির্ক্ষার্থীদের মুখে খাবার তুলে দিলেন বেসরকারি সামাজিক মানব উন্নয়ন ট্রাষ্ট।
শুক্রবার ০৪ আগষ্ট সাকাল ১১টারদিকে দাকোপের
বেড়ের খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পর্যায়ে মিডফিডিং এ কর্ম সুচির শুভ উদ্বোধন করা হয়।আমাদের খুলনা ,বেড়েরখাল সঃপ্রাঃবিঃ পরিচালনা পর্ষদের সভাপতি নারায়ন মন্ডলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক মানবিক উন্নয়ন ট্রাষ্টের নির্বাহী পরিচালক আব্দুল মাজেদ লষ্কার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক স্বপন কুমার রায়, দাকোপ রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক পাপ্পু সাহা, উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মিলন সরদার, প্রধান শিক্ষিকা বিনিতা রায়, কোষাধ্যক্ষ সূচনা বাড়ৈ, প্রকল্প কডিনেটর জিতু রায়, সুপারভাইজার রানা মন্ডল।
প্রধান অতিথি জানান , এই প্রকল্পে ২৩ টি ফুড ফিডিং কার্যক্রম চালু রয়েছে, এর মধ্যে দাকোপে ২১টি ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের উচ্চপুষ্টিমান সমৃদ্ধবিস্কুট দেওয়া হচ্ছে এ ছাড়া বর্তমান সরকারের নানা রকমকার্যক্রমেশিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে এসেছে।তিনি বলেন,প্রাথমিক শিক্ষা ব্যবস্হাপনায় আরও উৎকর্ষ। আনার জন্য শিক্ষা পরিকল্পনা ও ব্যবস্হাপণা বিকন্দ্রী করণ করা হচ্ছে এবং স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্লান (স্লিপ) বাস্তবায়ন করা হচ্ছে।এর আওতায় মাঠ পর্যায়ে বিভিন্নস্তরে আর্থিক ক্ষমতা পুনর্বিনাস করা হয়েছে।বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ সমাজের সকল শিশুদের মূলধারার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া নিশ্চিতকল্পে একাীভূত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টিঘাটতি পুরণ বিদ্যালয়ে শতভাগ ভর্তি,নিয়মিত বিদ্যালয়র উপস্হিত ও ঝরে পড়া রোধেই ২০১০ সালে চালু হয় স্কুল ফিডিং প্রকল্প।যা ২০২২ সালের জুন মাসে শেষ হয়।
Leave a Reply