বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বিরামপুরে বাংলাদেশ আওয়ামী লীগ বিরামপুর উপজেলা শাখা ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) রাত ৭টার দিকে বিরামপুর আওয়ামী লীগের অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্সে মাধ্যমে কেক কাটেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি।
কেক কাটা শেষে উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু’র সভাপতিত্বে
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা এন্তাজ হোসেন কামাল, সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক খাইরুল আলম মুকুট, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মুরাদ হোসেন মুরাদ, বিরামপুর সরকারি কলেজে শাখার ছাত্রলীগের সভাপতি সোয়েব মন্ডল, ছাত্রলীগের মোস্তাকিম, বিরামপুর উপজেলা শাখা ও সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটা ও আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী,২৩ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply