নওগাঁয় জানালা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত রহিদুল ওরফে ভোলতা (৪৫) এর বিরুদ্ধে ভিকটিমের শাশুড়ী (প্রবাসীর মা) বাদী হয়ে মামলা করার পর থানা পুলিশ অভিযুক্ত রহিদুল ওরফে ভোলতা কে গ্রেফতার করেছেন।
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর উপজেলায়।
গ্রেফতারকৃত রহিদুল ওরফে ভোলতা রাণীনগর উপজেলার আমিরপুর চাচকৈপাড়া গ্রামের সাবের আলীর ছেলে।এজাহার ও পুলিশ সুত্রে জানাযায়, গত ২৪ জুলাই রাতে প্রবাসীর স্ত্রী তার শাশুড়ী এবং দাদী শাশুড়ীর সাথে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকেন রহিদুল ওরফে ভোলতা এবং প্রবাসীর স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টাকালে ভিকটিম চিৎকার দিলে তার শাশুড়ী ও দাদী শাশুড়ী ঘুম থেকে উঠলে এসময় রহিদুল সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় গৃহবধূর শাশুড়ী বাদী হয়ে রহিদুল ওরফে ভোলতাকে আসামি করে ৪ আগস্ট রাণীনগর থানায় ধর্ষণ চেষ্টা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরই থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেন।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রবাসীর মা বাদি হয়ে মামলা করেছেন। মামলার পরই থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার পূর্বক মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply