“সংগ্রাম স্বাধীনতা, প্রেরনায় বঙ্গমাতা” প্রতিপাদ্য সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। দূতাবাস ভবনের হলরুমে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্প অপর্নের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতঃপর দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ সমিতি,মহিলা সমিতি, বাংলাদেশ স্কুল, জনতা ব্যাংক ও বাংলাদেশ বিমানের পক্ষে পুষ্প মাল্য দিযে শ্রদ্ধা নিবেদন করা হয়।। পরে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এবং লেবার কাউন্সিলর লুৎফন নাহার নাজিমের পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনার শুরুতেই কুরআন তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলম।অনুস্ঠানে প্রধানমন্ত্রী প্রেরিত বানী পাঠ করেন দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ সাব্বির হোসেন, রাষ্ট্রপতির বানী পাঠ করেন দূতাবাসের ডিসিএম মোহাম্মদ মীযানুর রহমান। প্রামাণ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ এবং স্বাধীনতা সম্পর্কে নানান চিত্র প্রদর্শিত হয়। এতে বক্তব্য রাখেন মাহবুব খোন্দকার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, মিসেস পপি রহমান, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা নেছা এবং উনার পরিবারসহ যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
Leave a Reply