৫৮ মামলায় আগাম জামিন চান বেসিক ব্যাংকের বাচ্চু
বেসিক ব্যাংকের কয়েক হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ৫৮ মামলার আসামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হবে বলে জানা যায়। তবে আগাম জামিন চেয়ে আবেদন করার বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন দুদক কৌসুলি খুরশীদ আলম খান।
এ প্রসঙ্গত বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ৫৯টি মামলায় ১৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। এসব মামলার মধ্যে একটি ছাড়া বাকি ৫৮টি মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বাচ্চু চার্জশিটভুক্ত একজন আসামি।
চার্জশিটে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে নিজেরা লাভবান হয়েছেন এবং অন্যদের লাভবান করেছেন। এতে বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা জড়িত। তাঁরা ভুয়া মর্টগেজ, মর্টগেজের অতিমূল্যায়ন, মর্গেজ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বেসিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে দুই হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ ১৪৫ টাকা আত্মসাৎ করেন বলে জানা গেছে।
Leave a Reply