রাজশাহী মহানগরীতে ১ শত ১৫ লিটার দেশীয় প্রক্রিয়াজাত মদনিয়ে দুইজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫। গত শুক্রবার রাত পোনে ৩ টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন সপুরা এলাকা থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃতরা, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনীর মোঃ মুন্নার ছেলে মোঃ আকাশ (২৫) ও মহানগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ নুর আলম (২৯)।
গত শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রাজশাহী র্যাব-৫, ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, মহানগরীর বোয়ালিয়া থানাধীন সপুরার দিক থেকে ইজিবাইকে করে দুইজন পেশাদার মাদক কারবারী চোলাইমদ নিয়ে আসছে। এমন তথ্যেও ভিত্তিতে রাত পোনে ৩টার দিকে সপুরায় চেকপোস্ট বসিয়ে ৩৪৫ বোতল (১১৫ লিটার) দেশীয় প্রক্রিয়াজাত চোলাইমদসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এসময় মাদক বহনকারী ১ টি ইজিবাইকও জব্দ করা হয়। র্যাব জানায়,আটককৃত দ্রুত মাদক কারবারীদের বিরুদ্ধে ইতিপূর্বে দুইটি করে মামলা আদালতে চলমান আছে। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply