1. admin@onakanthirkantho.com : admin :
  2. onakanthirkanthobd@gmail.com : SARKAR DBO-TV : SARKAR DBO-TV
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
ফেনী -০৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী দুবাই প্রবাসী একে আজাদ। বিরামপুরে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত “বিজয়ী” এর উদ্যোগে ১০০ জন শিক্ষার্থীকে ফ্রি “ব্লক ও জুয়েলারী” প্রশিক্ষন প্রদান দিনাজপুর জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হলেন, চিরিরবন্দর থানার নুর আলম সিদ্দিক পিতার জীবন বাঁচাতে পুত্র লিভার দান করেও বাঁচাতে পারলেন না পিতাকে মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। ঠাকুরগাঁওয়ে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‘নূরি’ নাটকে আফফান মিতুল-মৌমিতা জুটি রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার আবারও সভাপতি হলেন ইমরান খান পান্না, কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে মশ্মিমনগর ইউনিয়নে এস এম ইয়াকুব আলীর পক্ষে নৌকার প্রচার-প্রচারণা

নবীগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির সাক্ষী দেওয়ায় ৩ জনের উপর হামলা! থানায় মামলা- আসামিরা পলাতক!

  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪০৪ বার পঠিত

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:

নবীগঞ্জ
উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের
৭নং ওয়ার্ডের সাবকে মেম্বার ফজলু মিয়ার অন্যায়, অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী!
ইউপি নির্বাচনে হেরে যাওয়ায় বেপরোয়া ফজলু।
আইন ও মানবাধিকার লঙ্ঘনের মত কাজ করছে!
তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা মামলা সহ বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে স্থানীয় এলাকাবাসী।

মেম্বার থাকাকালীন সময়ে মোঃ ফজলু মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সহ জেলা প্রশাসক বরাবরে টেন্ডারবাজি, সরকারি জায়গার মাটি বিক্রি, পুকুর খনন, সরকারি বরাদ্দ আত্মসাৎ, অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনা উপহার আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ এনে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেন জেলা ও উপজেলা প্রশাসন। এছাড়াও ফজলু মিয়ার বিরুদ্ধে বিবিয়ানা গ্যাস ফিল্ডের বিভিন্ন কোম্পানির কাছ থেকে হুমকি ধামকি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে মাসিক চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে! এসব অনিয়ম দুর্নীতিতে ফেঁসে যাওয়ায় এলাকার মানুষের উপর ক্ষিপ্ত হয়ে ফজলু মিয়া নিরীহ মানুষের সাথে চালায় নানান নির্যাতন। এমনই এক নির্যাতনের শিকার হয়েছেন, কাকুরা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ ছাদিক মিয়া। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনার টাকা আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করায় ছাদিক মিয়াকে মারধর সহ নির্যাতন শুরু করে মেম্বার ফজলু মিয়া।
নির্যাতনের শিকার হয়ে গত (২৩-১২ ২০২০ সালে) নবীগঞ্জ থানায় ফজলু মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছাদিক মিয়া।
ওই অভিযোগের সাক্ষী করা হয় শাহাদতপুর গ্রামের আব্দুল লতিফ নামের একজন ব্যক্তিকে। এতে আব্দুল লতিফকে ফজলু সাক্ষী দিতে মানা করেন। কিন্তু আব্দুল লতিফ তদন্তকারী কর্মকর্তার কাছে
যা সত্য তাই বলেছেন। এ জন্য সাক্ষী আব্দুল লতিফ সহ তার পরিবারের উপর আবারও হামলা ও মারধর করেন ফজলু মিয়া সহ তার বাহীনির লোকজন।
উক্ত ঘটনায় আব্দুল লতিফ মিয়া বাদি হয়ে ফজলু মিয়া সহ তার বাহীনির ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতো আরো ৪ চারজনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা করেছেন আব্দুল লতিফ। মামলা নং জি, আর ১৫০/২৩/নবী।

অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, গত১০-০৮-২০২৩ বৃহস্পতিবার রাত ৮টার দিকে আব্দুল লতিফ বিবিয়ানা গ্যাস ফিল্ডের তিন রাস্তার মোড়ে শাহানের দোকানে বসা ছিলেন। হঠাৎ পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল লতিফ (৪২) এর উপর হামলা চালায়, ফজলু মিয়া, সুহেল মিয়া, আসামী জুনেদ মিয়া, মোস্তাকিম মিয়া, রুবেল মিয়া, অলি মিয়া, আব্দুল কাদির, শাহজান মিয়া, অজ্ঞাতনামা আরো ৪ চারজন।
এ ঘটনার খবর পেয়ে লতিফ মিয়ার বড় ভাই আব্দুল জলিল ওরফে মাহমুদ আলী (৬০) ও আব্দুল মন্নান (৫৫) ঘটনাস্থলে এসে বলেন, কেন আমার ভাইকে মারধর করছ? একথা বলা মাত্রই ফজলু মিয়া রামদা দিয়ে আব্দুল জলিলরে মাথায় আগাত করে মাটিতে পেলে দেয়। পরে আবারও ছেদ মারলে হাতের দুটি আঙ্গুল আলাদা হয়ে যায়। এবং জিআই পাইপ দিয়ে সুহেল মিয়া আব্দুল মন্নানকে বেধড়ক মারফিট করে শরীরের বিভিন্ন স্থানে লীলা ফুলা যখম করে। অন্যান্য আসামিরা ও একই ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আব্দুল জলিল, আব্দুল মন্নান ও আব্দুল লতিফকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে সিলেট এম.এ. জি ওসমানী মেডিকেলে হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে কর্মরত চিকিৎসক এর সাথে কথা হলে তিনি জানান, আব্দুল জলিলের মাথার ও হাতের আঘাত আশঙ্কাজনক এখনও সংক্রামুক্ত নয়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ডালিম আহমেদ জানান, উপযুক্ত আইনে একটি এফ.আই.আর যোগ্য মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archive Calendar

All rights reserved © 2019
Design by Raytahost