এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
১৩ই আগস্ট রবিবার ভোর ৪:৪৫ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এবং অত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকারের দিক নির্দেশনায় বিরামপুর থানার দায়িত্বরত সিনিয়র উপপরিদর্শক তুহিন বাবু, সহকারী উপরিদর্শক তবিবুর রহমান, সহকারী উপপরিদর্শক স্বপন ও সঙ্গীয় ফোর্স সহ এক ঝটিকা অভিযান কালে এক মাদক কারবারী কে হাতেনাতে আটক করে উক্ত মাদক কারবারী বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ধানগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ ইলিয়াস হোসেন (৪১)
পুলিশ সূত্রে জানা যায় উক্ত মাদরকারী ইলিয়াস তার বসতবাড়ির ঘরের খাটের নিজ থেকে (৮০) পিচ ভারতীয় নিষিদ্ধ ফেন্সিগ্রিপ সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং থানায় নিয়ে আসেন, তার বিরুদ্ধে অত্র থানায় ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ) ধারা মোতাবেক মামলা হয়েছে। মামলা নং-১২ তাং-১৩/০৮/২৩
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে, সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন। তিনি আরো বলেন সকলের সহযোগিতা মাধ্যমে বিরামপুর উপজেলাকে মাদকমুক্ত করা হবে এই মর্মে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply