1. admin@onakanthirkantho.com : admin :
  2. onakanthirkanthobd@gmail.com : SARKAR DBO-TV : SARKAR DBO-TV
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ অপরাহ্ন
Title :
পাঁচবিবিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ৩৭৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালীতে সামাজিক স্বীকৃতির দাবীতে উপজেলা চেয়ারম্যান সরোয়ার সিপাইর বাস ভবনে কৃষি কর্মকর্তা! ৩য় বর্ষে পদার্পণের মধ্যদিয়ে অভিষেক পালন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ফরিদপুরে জেলা আওয়ামীলীগের সুধী সমাবেশ সীতাকুণ্ডে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি দেবাশীষ রায় লাকী ও সাধারণ সম্পাদক শাশ্বত ব্রহ্ম রনি নির্বাচিত পূবাইলে ভাদুন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ধর্ষণের অভিযোগে এক ভন্ড কবিরাজকে গ্রেফতার

বঙ্গবন্ধু’র নিষ্ঠুর হত্যাকাণ্ড এক চরম কলঙ্কজনক অধ্যায় — ডাঃ হারুনুর রশিদ সাগর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৯ বার পঠিত

মামুন হোসাইনঃ

 

চাঁদপুর ফরিদগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এই জাতিকে শতবছর পিছিয়ে দিয়েছে হায়নার দল।বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নিষ্ঠুর হত্যাকাণ্ড বাঙালি জাতীর জন্য এক চরম কলঙ্কজনক অধ্যায়। শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমা হানাদারদের বিরুদ্ধে জীবনপণ সংগ্রাম করে বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সগৌরব উত্তরণ ঘটিয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রমের যে আহব্বান জানানো হয়েছিল তাতে সাড়া দিয়ে বাঙালি স্বাধীনতা অর্জন করেছে। বীর জাতি হিসেবে বাঙালি বিশ্বের বুকে অনন্য ইতিহাসের সৃষ্টি করেছে। সেই দিন শুধু মাত্র বিদেশে অবস্থান করায় আমাদের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উনার ছোট বোন শেখ রেহানা বেচেঁ গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগেই উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত হতো। আমরা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করেন, তিনি এইদিন ১৫ আগষ্টের শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। ১৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে আয়োজিত শোক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন সরকার এর সভাপতিত্বে
প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মিঠু, সদস্য আনোয়ার হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সহ সভাপতি আব্বাস বেপারি, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাটওয়ারী, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাটওয়ারী বাজার কমিটির সভাপতি মহসিন তপাদার, উপজেলা যুবলীগের নেতা নূরে আলম মাসুদ মিজি, কামরুল পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রাসেল মজুমদার, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী প্রমুখ।
এর আগে তিনি একই স্থানে সকাল ৮ টা থেকে ১ টা পর্যন্ত ৫ জন চিকিৎসকের সমন্বয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পে ৫ শতাদিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। সকাল নয়টায় তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শোক দিবসের কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরপর উপজেলা কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archive Calendar

All rights reserved © 2019
Design by Raytahost