ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা, ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক, দানবীর আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার কর্তৃক উপজেলা সদর অলি মাহমুদ মাদ্রাসায় এক ব্যক্তিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নান্দাইল পৌর সভার ১১৭টি মসজিদ, মাদ্রাসায় নগদ অর্থ ও ইমাম, মোয়াজ্জিমদের আলাদাভাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা পালন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল মতিন ভূইঁয়ার সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে প্যাকেট জাত তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মসজিদ, মাদ্রাসার ইমাম, অধ্যক্ষ, কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যোগদান করেন।
Leave a Reply