মৌলভীবাজার জেলা প্রতিনিধি:গোবিন্দ মল্লিক
মৌলভীবাজারের রাজনগরে আমিরুল হাসান জয় নামের ১৩ বছরের এক শিশু মোবাইল আসক্ত মায়ের হাতে নিজের শিশু খুন হয়েছে।
ঘটনায় শিশুটির মা সুহেনা বেগমকে (৪০) রাজনগর থানা পুলিশ আটক করেছে ।
গত বুধবার (১৬ আগস্ট) উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পান পুঞ্জি গ্রামে সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত আমিরুল হাসান জয় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পান পুঞ্জি গ্রামের আসলাম আলীর ছেলে।
বুধবার সকাল ৮টার দিকে শিশু আমিরুল হাসান জয়কে তার মা সুহানা বেগম মোবাইল দেখতে নিষেধ করেন এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে রাগান্বিত মা সুহানা বেগম শিশু আমিরুলের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে জানান মৌলভীবাজার রাজনগর থানার এসআই তোফায়েল আহমদ নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply