লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে জমিজমা বিরোধের জের ধরে ভাই আপন ভাইদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে এতে করে তিন ভাই আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
আহতরা হলেন দলিল উদ্দিন,নজরুল ইসলাম এবং মুক্তার হোসেন।
এরমধ্যে নজরুল ইসলাম মধ্য চটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন ।
রবিবার দুপুরবেলায় উপজেলার বদরপুর ইউনিয়ে ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে
শিক্ষক নজরুলের স্ত্রী জানান আপন ভাইদের মধ্যে ঝগড়া কথা শুনেছিলাম, তখন আমার স্বামী স্কুলে ছিল।
স্কুল থেকে এসে ঘরের সামনে বসে পানি খাচ্ছিল, হঠাৎ করেই পার্শ্ববর্তী ওয়ার্ড এর মেম্বারের নেতৃত্বে কিছু লোকজন এসে আমার স্বামীকে ঘর থেকে টেনে এলো পাতারি ভাবে পিটিয়ে আহত করে। আমি অনেক কাকুতি মিনতি করেও তাদের হাত থেকে আমার স্বামীকে বাঁচাতে পারিনি।
স্থানীয়রা জানান দুই ভাই মুক্তার ও দলিলের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল, ঘটনার দিন সুপারি পারা কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে দুজনই রক্তাক্তভাবে আহত হয়। শিক্ষক নজরুলের এ সময় ছিল না, পরবর্তীতে শুনি শিক্ষক নজরুলকে পিটানো হয়।
প্রথমে মুক্তার কে আমরা হাসপাতালে পাঠিয়েছি পরবর্তীতে নজরুল দলিল উদ্দিন কেও আমরা হাসপাতালে পাঠাই।
Leave a Reply