1. admin@onakanthirkantho.com : admin :
  2. onakanthirkanthobd@gmail.com : SARKAR DBO-TV : SARKAR DBO-TV
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
ফেনী -০৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী দুবাই প্রবাসী একে আজাদ। বিরামপুরে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত “বিজয়ী” এর উদ্যোগে ১০০ জন শিক্ষার্থীকে ফ্রি “ব্লক ও জুয়েলারী” প্রশিক্ষন প্রদান দিনাজপুর জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হলেন, চিরিরবন্দর থানার নুর আলম সিদ্দিক পিতার জীবন বাঁচাতে পুত্র লিভার দান করেও বাঁচাতে পারলেন না পিতাকে মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। ঠাকুরগাঁওয়ে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‘নূরি’ নাটকে আফফান মিতুল-মৌমিতা জুটি রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার আবারও সভাপতি হলেন ইমরান খান পান্না, কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে মশ্মিমনগর ইউনিয়নে এস এম ইয়াকুব আলীর পক্ষে নৌকার প্রচার-প্রচারণা

বিদেশের মাটিতে রাকা জামানের নতুন খেতাব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১১৪৩ বার পঠিত

তাসনুবা রাইসা রাকা জামান। মডেলিং দিয়েই যার ক্যারিয়ার শুরু। এখন মডেলিং করে যাচ্ছেন নিয়মিত। দেশ ও দেশের বাইরের নানা ফ্যাশন হাউজ গুলোর পণ্যের মডেল হয়ে নিজের ক্যারিয়ার পাকাপোক্ত করেছেন একজন লাস্যময়ী মডেল হিসেবে। যিনি রাকা জামান হিসেবে পরিচিতি লাভ করেছেন। কিছুদিন আগেই পেয়েছেন বাংলাদেশ থেকে “ইনফ্রেইম প্রেজেন্ট” কসমিক ইউনিভার্স দুবাই ২০২৩” কুইন অফ বাংলাদেশ” খেতাব। এবার তার পুরস্কারের ঝুলিতে যুক্ত হলো আরও একটি সম্মাননা। দ্যা ব্রিষ্টল হোটেলে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

এই বিষয়ে রাকা জামানের সাথে কথা হলে তিনি গর্ববোধ করে তিনি বলেন, আমি একজন উচ্চাকাঙ্ক্ষী নারী এবং আজ সেই দিন, যখন আমার পরিবার, বন্ধুরা এবং আমার বাংলাদেশ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমার এই বড় অর্জনের জন্য আমাকে নিয়ে গর্ব করতে পারেন।

এছাড়া তিনি তার পরবর্তী কাজগুলোর জন্য খুব আশাবাদী এবং এ কাজগুলোর জন্য সে প্রত্যেকের কাছে দোয়া কামনা করেছেন। যেমন- ২৭ আগস্ট ২০২৩ এ এইচভি মিডিয়া প্রাইভেট লিমিটেডের থিম্যাটিক ফ্যাশন শো’র আশীর্বাদ কনসালটেন্ট-এ এই শো’তে তিনি শো স্টপার রাকা জমান।“আশীর্বাদ কনসালটেন্ট প্রেজেন্টস” মিস ইন্টারন্যাশনাল ফটোজনিক 2023″ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রাকা।

এদিকে ৯ সেপ্টেম্বর ২০২৩ এ international Glam Icon Season -5( INFRAME Presents) আয়োজিত হতে যাচ্ছে মুম্বাইয়ের “রেডিসান হোটেলে”এই শো’তে সেলিব্রেটি গেস্ট এবং বলিউড অ্যাক্টর তুষার কাপুর এবং রাকা জামানকে “বিশেষ অতিথি” ঢাকা বাংলাদেশ থেকে আমন্ত্রিত করার জন্য এই শো এর অর্গানাইজার “সুনিতা ভাগাত” কে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাকা জামান বলেন, আগামী ১২-১৪ আক্টোবর Mumbai Global Presents,international beauty Pagant and award,Thailnd, Bangkok আয়োজক রাজকুমার তেওয়ারিকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমাকে গেষ্ট অফ অনার, দ্যা ইন্টারন্যাশনাল সুপারমডেল হিসেবে আমন্ত্রিত করার জন্য।

বিদেশের মাটিতে এই সাফল্য ও পুরস্কার আমাকে কাজের প্রতি আরো বেশি আগ্রহী করে তোলে, আপনাদের প্রত্যেকের কাছে আমার কামনা আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে ও আমি এভাবেই ভালো কাজ আপনাদের উপহার দিয়ে যেতে পারি।

তিনি আরো জানান, ফ্যাশন সংগঠক ছিলেন “মিসেস সুনিতা ভাগত” ইন্ডিয়া ও ফ্যাশন ফটোগ্রাফার- সৃজন, আদিব ও ড্রেস ডিজাইনার- জিৎ (মডেল ম্যাডনেস)। এছাড়া ফ্যাশন কোরিওগ্রাফার সহ এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archive Calendar

All rights reserved © 2019
Design by Raytahost