ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে ।
শনিবার দুপুরে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সিএলএমএস প্রকল্পের সহযোগিতায় ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমেশ চন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা হরি প্রাসাদ বর্মন,অবঃ শিক্ষক নারায়ণ চন্দ্র রায় সহ সকল ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন জানান ইএসডিও’র জরিপ মতে তার ইউনিয়নে ৬ জন শিশু ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সাথে জড়িত ছিল। তাদের মধ্যে ৫ জনকে স্কুলমুখী ও ১ জন শিশুকে প্রশিক্ষনে আওতায় আনা হয়েছে।
আলোচনা শেষে অতিথিবৃন্দ শিশুশ্রম মুক্ত শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।
এসময় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, এনজিওকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply