রবিউল আলম,
রাজশাহীতে ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট পেঞ্চাক সিলাতের ৫ (পাঁচ)দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পেঞ্চাক সিলাত ফেডারেশন (পারসিলাত), এশিয়ান পেঞ্চাক সিলাত ফেডারেশন (এপিএসআএফ), ওয়ার্ল্ড গ্রাসিও পেঞ্চাক সিলাত ফেডারেশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গ তথা রাজশাহীর কৃতি সন্তান ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জনাব এএসএম তাহমিদুল হক জুয়েল ন্যাশনাল পেঞ্চাক সিলাত চ্যাম্পিয়নশীপ-২০২৩ এবং ২০তম ওয়ার্ল্ড পেঞ্চাক সিলাত চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ অংশগ্রহণের নিমিত্তে গত ১৫-১৯ আগষ্ট ২০২৩ তারিখ ৫ (পাঁচ)দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।
এছাড়া গত ১৮ই আগষ্ট খড়খড়ি উচ্চ বিদ্যালয়, রাজশাহীতে পেঞ্চাক সিলাতের আনুষ্ঠানিকভাবে পদযাত্রা হয়, পেঞ্চাক সিলাতের শৈলী কর্মশালা উপভোগ করেন ৯নং পারিলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মোরশেদ আলী। জনাব মোঃ মোরশেদ আলী বলেন “এ শাখার সকল প্রশিক্ষণার্থীদের ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট পেঞ্চাক সিলাতের উন্নয়নে সার্বিক সহযোগিতার হাত প্রসারের পাশাপাশি রাজশাহীর সুনাম রক্ষার্থে যাবতীয় সহায়তা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। এ প্রশিক্ষণে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন রাজশাহী পেঞ্চাক সিলাত এসোসিয়েশন এর আহবায়ক কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক চাঁদ মোঃরকি, প্রশিক্ষক মোঃ তোহিদুল আলম, মোঃ আমিরুল ইসলাম কামরুল হাসান রাজীব, খড়খড়ি শাখা, রাজশাহী এর প্রশিক্ষক মোঃ হারুন রশিদ, ইশ্রাফিল হোসেন, ফয়সালসহ ছাত্র ও ছাত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply