জয়পুরহাটের পাঁচবিবির নাসরিন আক্তার শিল্পী নামের সাবেক জনপ্রতিনিধি হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলণ করেন। তিনি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, দশ’বছর কাউন্সিলর ও সাবেক পাঁচবিবি পৌর মহিলা আ,লীগের সভানেত্রীর দ্বায়িত্ব পালন করেন। তিনি সুষ্ঠ বিচারের আশায় সাংবাদিক
সম্মেলনে –
লিখত বক্তব্যে তিঁনি বলেন, আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করেছি। আমার স্বামী একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, কবি সাহিত্যিক ও সাংবাদিক। আমার দু’ছেলে জাপান ও এক’ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। গত (১৭ আগষ্ট) বাসার পকেট গেটে চলাচলের সুবির্ধাতে ইটের টুকরা দেই। এঅবস্থায় আমাকে না জানিয়ে পৌর কর্মচারী আব্দুল মান্নান ইটের টুকরা গুলো অপসারন করার সময় বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার সাথে অসৌজন্যমূলক আচরন করে। গত (২১ আগষ্ট) পৌর কর্মচারী রেজাউল করিম গাজী সহ আবারও ইটের টুকরো তুলতে থাকে। বাধা দিলে সেও খারাপ আচরন করে এবং অকথ্য ভাষায় কথা বলে। মান্নান কোদাল নিয়ে তেড়ে আসলে আমি তাকে ধাক্কা দিয়ে বাসায় প্রবেশ করি।
এবিষয়ে জানতে গাজীর ফোন বন্ধ থাকায় তার মন্তব্য জানা যায়নি। আঃ মান্নান বলেন, ইটের টুকরোগুলো তুলতে গেলে তিনি আমাকে থাপ্পর মারেন।
Leave a Reply