প্রবীণ সাংবাদিক আবিদ শামুন চাঁদের সার্ক জার্নালিস্ট নেতৃত্বে ফোরাম (এসজেএফ) সৌদি আরব চ্যাপ্টার গঠিত।
পাক ইউনাইটেড মিডিয়া ফোরামের চেয়ারম্যান আবিদ শামুন চাঁদকে আহ্বায়ক করে ১৫ সদস্যের এই চ্যাপ্টার কমিটি অনুমোদন দিয়েছে সার্ক সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি।
সবার আগে সর্বশেষ সংবাদ দেখতে ভিজিট করুন- অনাকান্তির কন্ঠ, ডট কম
অন্য সদস্যরা হলেন, আরশাদ মাহমুদ তাবাস্সুম, মুহাম্মাদ বিলাল, জাহিদ শরীফ, জাভেরিয়া আসাদ, আরশাদ আলী ঘৌরি, সৈয়দ খলিল, মালিক রশিদ আওয়ান, মুহাম্মাদ জিশান, মোহাম্মদ ইফতার আহমেদ দিন, রাজা নাভিদ উর রহমান, রাজা আবিদ আজিজ, মুনির আহমেদ শাদ, মালিক ইরফান আলী, নাজাম আলী।
এসজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু লামা ও সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও তাদের সফলতা কামনা করেছেন।
Leave a Reply