নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি) বলেছেন, ‘স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ড ঘটিয়ে পৃথিবীর মানচিত্র থেকে বঙ্গবন্ধুসহ এদেশের নাম মুছে ফেলতে চেয়েছিলো। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার পরিজন ও দলীয় নেতাকর্মীদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে ছিল মানব সভ্যতার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ১৯৭১ সালের পরাজিত পাকিস্থানের দালাল, দেশীয় ও আন্তর্জাতিক অশুভ শক্তির মিলিত চক্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাসহ পরিবারের সবাইকে হত্যা করা হয়।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মণিরামপুর থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’
এ হত্যার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শিক রক্তধারা থামিয়ে দেওয়া এবং একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করা।
বৃহষ্পতিবার বিকেলে মণিরামপুরাস্থ্য যশোর জেলা পরিষদ অডিটোরিয়ামে থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ।
অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
এ সময়ে উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী উপস্তিত ছিলো।
Leave a Reply