রবিউল আলম গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে আপন বড় ভাই ও ভাবীকে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে ছোট ভাই হরিচরণ মন্ডল ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত বুধবার ৪২ নং ওয়ার্ডের করমতলা এলাকায়। এ বিষয়ে ভুক্তভোগী শ্রী রাধা চরণ মন্ডল বিজ্ঞ আদালত গাজীপুরে চারজনসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন, হরিচরণ মন্ডল (৪৯) পিতা মৃত নরোত্তম মণ্ডল। হৃদয় চরণ মন্ডল (২৫)পিতা হরি চরণ মন্ডল। মিনা রানী (৪৫)স্বামী হরিচরণ মন্ডল। চৈতি রানী (২২) স্বামী হৃদয় চরণ মন্ডল। তারা সকলেই পুবাইল থানা এলাকার প্রতিবেশী বাড়ির বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায় পূবাইল থানাধীন করমতলা সাকিনস্থ শ্রী রাধা চরণ মন্ডল দীর্ঘদিন ধরে তার পৈত্রিক ওয়ারিশ মূলে মালিক হয়ে ভোগদখল করে আসছে।যার খতিয়ান এস এ ২৯ আর এস ২৮,এস এ দাগ নং ২৩ আর এস ৩৫ মৌজা করমতলা জমির পরিমাণ সাড়ে ৫২ শতাংশ।এর ধারাবাহিকতায় গত ৯ আগস্ট বিকেলে রাধা চরণের দখলীয় জমি হতে তার ছোট ভাই হরিচরণ মন্ডল জোরপূর্বক কাঁঠাল গাছ কাটতে গেলে রাধা চরণ বাধা দিলে তার ছোট ভাই হরিচরণ মন্ডল ও তার পরিবারের লোকজন এসে রাধা চরণের ডান বাম মাথায় ও কানে রক্তাক্ত যখম করে এবং তার স্ত্রীর ডান হাত ভেঙে ফেলে। পরে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে রাধা চরণ মন্ডলকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও তার স্ত্রীকে প্রথমে করমতলা মেডিকেল পরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালে নিয়ে যান। নাম প্রকাশ অনিচ্ছুক এলাকাবাসী জানান, কয়েক বছর পূর্বে হরিচরণ মন্ডল তার মাকে জিম্মি করে প্রায় ৫০ শতাংশ জমি নিজের নামে জোর করে লিখে নেন।এতে বঞ্চিত হন হরিচরণের বাকি তিন ভাই। এদিকে পিতার রেকর্ডভূক্ত সম্পত্তি অন্যের নিকট হতে ফেরত আনার কথা বলে নিজের নামে ৯০ শতাংশ জমি না দাবি দলিল করে। পরে হরিচরণের তিন ভাই কে বঞ্চিত করে অন্যত্র ৬০ শতাংশ জমি বিক্রির অভিযোগ রয়েছে হরিচরণের বিরুদ্ধে।
Leave a Reply