মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
পরিচিতি:ফিরোজা আক্তার আশা ।প্রকাশ শামান্তা সাহীন। দেশ বিদেশে শামান্তা শাহীন নামেই পরিচিত। জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি গ্রামে।
সঙ্গীত জীবন:ছোটবেলা থেকে সংগীতের প্রতি তাঁর আগ্রহ।ক্লাস সেভেনে পড়ার সময় থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও কমার্শিয়াল স্টেজে সঙ্গীত পরিবেশন করতে করে আসছেন। যা এখনো চলমান।
:ওস্তাদ এ.কে. আজাদ.বাবুল প্রয়াত বাণী.কুমার চৌধুরী,ভূপতি ধর,রবীন্দ্র সেন সহ অন্যান্য আরো সংগীত গুরুর কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন।
যে সব স্টেজে সঙ্গীত পরিবেশন করেছেন:দেশ-বিদেশের অনেক বড় বড় অনুষ্ঠানে গান করার সুযোগ তিনি পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধুর জন্ম জন্ম শত বার্ষিকীর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করার সৌভাগ্য তাঁর হয়েছে। দৈনিক সকালের সময়, ঢাকা মিডিয়া ক্লাব, বাংলার মুখ, আন্তর্জাতিক সার্ক কালচারাল সোসাইটি সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে সংগীত পরিবেশন করেছেন।তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একজন তালিকাভুক্ত শিল্পী। শিল্পকলা একাডেমীর ব্যানারে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।
তিনি দেশে-বিদেশে বিভিন্ন সম্মাননায় সম্মানিত হয়েছেন। ‘বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ সম্মাননা, ‘অপরাজিতা বিজনেস সোসাইটি ‘প্রদত্ত ‘অপরাজিতা’ সম্মাননা ‘ভারত-বাংলাদেশ মৈত্রী’ সম্মাননা, ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ’সম্মাননা, ‘শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদ’ সম্মাননা, এস.আর. মাল্টিমিডিয়া.স্টার অ্যাওয়ার্ড,আন্তর্জাতিক সার্ক কালচারাল সোসাইটি অল ইন্ডিয়ার পক্ষ থেকে সম্মাননা, ‘কলকাতার ওয়ার্ল্ড মিউজিক’ আয়োজিত সম্মাননা,ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর নদীয়ার ‘কল্পতরু শিল্পকলা একাডেমি’ সম্মাননা সহ আরো অসংখ্য সম্মাননা তিনি পেয়েছেন।
গান:প্রায় পঞ্চাশটিরও অধিক একক ও দ্বৈত গানে তিনি কন্ঠ দিয়েছেন। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘আহারে জীবন’ এ তিনি প্লে ব্যাক করেছেন। এছাড়াও বৈশাখী টেলিভিশনের ঈদের ধারাবাহিক নাটক ‘সোনার বাঁশি’ ও ‘পরীবানু’ নাটের গানে কন্ঠ দিয়েছেন।
লক্ষ্য:বাংলা গান ও বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা তাঁর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
এই সেক্টরের সহযোগিতার চেয়ে অসহযোগিতা বেশি করে মানুষ। প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কেউ সহযোগিতার হাত বাড়ায় না।তবে তিনি তাঁর মার কাছ থেকে অনুপ্রাণিত।তাঁর মায়ের গানের গলাও খুব মিষ্টি
তবে, সঙ্গীত জগতের অনেকের সহযোগিতা পেয়েছি,পাচ্ছি
Leave a Reply