মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরে মধুখালী উপজেলায় দুই ভ্যান চালক হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামী রাসেদ কবির কে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান।
ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান জানান ৪ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি মাসে মধুখালি থানা এলাকায় জিহাদ ও নয়ন নামের দু’জন ভ্যান চালককে হত্যার পর ভ্যান ছিনতাই এর ঘটনা ঘটে।
নিহত মোঃ জিহাদ ওরফে জয়(১৬) ফরিদপুর মধুখালী থানার দীঘলিয়া গ্রামের মৃত লালু শেখের পুত্র। এবং নয়ন সরদার মধুখালী থানা বড় গোপালদী গ্রামের মোঃ লুৎফর সরদারের পুত্র।
জিহাদ ওরফে জয় পেশায় একজন ব্যাটারী চালিত অটোভ্যান চালক। সে গত ০৩ জানুয়ারি বিকাল অনুমান ০৪.০০ ঘটিকায় তার নিজ ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ী হতে বের হয়ে রাতে বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হয়। পরের দিন ০৪ জানুয়ারি তারিখ সকালে তার গলাকাটা মৃত দেহ পাওয়া যায়। এই হত্যা সংক্রান্তে মোঃজিহাদ ওরফে জয় এর নানী মোসাঃ পাচি বেগম অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মধুখালী থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন।
অপর দিকে নয়ন সরদার পেশায় একজন অটোভ্যান চালক। সে গত ৮-ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমান ছয়টার সময় সময় তার নিজ ব্যাটিরী চালিত অটোভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে রাতে বাড়ীতে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করা হয়। পরের দিন ০৯ ফেব্রুয়ারি সকালে তার গলাকাটা মৃতদেহ পাওয়া যয়।এই হত্যা সংক্রান্তে নয়ন সরদারের পিতা অজ্ঞাতানাম আসামীদের বিরুদ্ধে মধুখালী থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন।
এই ঘটনায় পুলিশ তৎপরতা শুরু করে
গত ০৫ মার্চ আসামী মিজানুর রহমান নিঝুম(৩৮), পিতা-আলেমখা, গ্রাম-গদাধরদী, থানা-মধুখালী, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হলে বর্ণিত আসামীর স্বীকারোক্তি মোতাবেক তার গ্যারেজ হতে দ্বিতীয় ঘটনায় লুণ্ঠিত অটোভ্যানটি উদ্ধার করা হয়। আসামী মিজানুর রহমান নিঝুম পুরাতন ভ্যানক্রয় করে এবং সংস্কার করে বিক্রয় করে। আসামী মোঃমিজানুর রহমান নিঝুম সেচ্চায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামী রাশেদ কবির এর নিকট হতে উক্ত ভ্যানটি ক্রয় করার কথা স্বীকার করে।
আসামী রাশেদ কবির ২০২১ সাল হতে তার ভগ্নিপতি আনোয়ার হোসেন ওরফে ইলিয়াস গাজী(৪০), পিতা-আবুল গাজী গ্রাম-রায়পুর, থানা-মধুখালী, জেলা-ফরিদপুরের বাড়িতে বসবাস করতো। উল্লেখিত আসামীর শ্বশুর বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকায় হলেও তার স্ত্রী কাতারে থাকে।
২৮ আগস্ট তারিখ বেলা ১১ টার সময় আসামীকে উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মেট্রোপলিটন গুলশান-২ এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রাশেদ কবির ডিসিষ্ট জিহাদ ওরফে জয় এবং নয়ন সরদার কে ধারালো ছোরা দিয়ে হত্যা করে ডিসিস্টদ্বয়ের ব্যাটারী চালিত অটোভ্যান লুণ্ঠন করার কথা স্বীকার করে।
Leave a Reply