নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ থানা পুলিশ৷ সোমবার ‘২৮ আগস্ট’ সকালে নওগাঁর মান্দা উপজেলার সাবাই হাট এলাকার হাতীবান্ধা নামক স্থানের পূর্ব দিকে বাংড়া বিল জংগাল মৌজায় জমিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানিয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার করেন।নিহত আনারুল ইসলাম (৪৫) মান্দা উপজেলার তেঁতুলিয়া শেখপাড়া গ্রামের আমজাদ হোসেন শেখ ওরফে শুটকা এর ছেলে৷ সে স্থানীয় বাজারের কানাই টি স্টলে চায়ের কারিগর হিসেবে কাজ করতো।স্থানীয়রা জানান, সকালে গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পাযন। এরপর মহূর্তের মধ্যেই ঘটনাটি জানাজানি হলে দেখার জন্য ঘটনাস্থলে লোকজন ভীর জমান।
বিষয়টি থানা পুলিশকে জানানো হলে। মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছান।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় রবিবার সকালে সাবাই বাজারে কানাই টি স্টলে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় ৷ রাতে বাড়ি না ফেরায় তার ফোন নম্বরে একাধিকবার ফোন করেও ফোনটা রিসিভ না করায় পাশের গ্রামে কাঞ্চনপুরে হিন্দু সম্প্রদায়ের হরিবাসর হচ্ছে সেখানে গেছে ভেবে আর খোঁজাখুঁজি না করে ঘুমিয়ে পড়েন স্বজনরা।
আজ সকালে এলাকাবাসী তার মৃতদেহ ফজলুর রহমানের আমবাগানে দেখতে পায় ।এব্যাপারে ‘কানাই টি স্টল’ এর প্রোপাইটার শ্রী কানায় লাল জানান, গতকাল সকাল সারে ৯টার দিকে আনারুল আমার দোকান থেকে আসছি বলে বেরিয়ে যায়, এরপর থেকে আর সারাদিন আমার দোকানে আসেনি ৷
সে মাঝের মধ্যেই এভাবে আসছি বলে হারিয়ে যেত আর সারাদিন খোঁজ থাকতো না ৷ পরের দিন আবার সময় মতো চলে আসতো৷ আজকে সকালে লোকমুখে শুনি তার মৃতদেহ পড়ে থাকার ঘটনা৷
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তর রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
Leave a Reply