মোঃ হারুনুর রশিদ, কচুয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় কচুয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে, ধামালুয়া গ্রামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য, কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ধানের শীর্ষের প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী।
পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য শাহজাহান মজুমদার, জেলা বিএনপির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মো শাহাজাহান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান, জেলা বিএনপির যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, কচুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানীয়া, এডভোকেট মো মাহফুজ মিঞা, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাচার ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. আলী আহমদ, বিএনপি নেতা মামুন দেওয়ান, সাচার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, বারৈয়ারা বিএনপির নেতা আলী আর্শাদ মোল্লা, জিসান আহমেদ, ডানিয়াল মজুমদার, আলাউদ্দিন মিয়াজী,রাজিব ভূইয়া,কচুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল ৩নং বিতারা ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী মিয়া ইউনিয়ন ছাএদলের সভাপতি আকতার হোসাইন, আনাস মুন্সি, মোঃ সবুজ সহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিনে সাচার বাজার বড় মসজিদের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে মিলাদের আয়োজন করা হয় মসজিদের উন্নয়ন কাজের জন্য ত্রিশ হাজার টাকা নতুন প্রদান করেন
Leave a Reply