মোঃমনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে “শুধু কি এ প্লাস ই শিক্ষার লক্ষ্য? শিক্ষা ও শিক্ষার্থীর মান উন্নয়ন উন্নয়ন ” বিষয়ক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় পৌর শহরের জিনিয়া ওমর মডেল একাডেমিতে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হেডওয়ের আয়োজনে অনুষ্ঠিত উন্মুক্ত সেমিনারে জিনিয়া ওমর মডেল একাডেমির অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা।
বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোছাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, খয়ের উদ্দিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা রফিকুল ইসলাম , বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জমশেদ আলী , সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ: মালেক মিষ্টার প্রমুখ।
সেমিনারে উপজেলার শিক্ষাবিদগণ , অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বক্তারা “এ প্লাস” কেই প্রকৃত শিক্ষার মাপকাঠি হিসেবে গণ্য না করে মান সম্মত শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে পাঠদান করানো, পাঠ্য পুস্তকের বাইরেও জ্ঞান চর্চাকে প্রাধান্য দেওয়া, ভাল শিক্ষক তৈরি করা, ভাল হিসেবে মানুষ হিসেবে শিক্ষার্থীদের তৈরি করা, শিক্ষার্থীদের যত্রযত্র মোবাইল ফোন ব্যবহার না করা, গাইড বই ব্যবহার না করে পাঠ্যবই থেকে রপ্ত করা, মুখস্ত বিদ্যা থেকে বের হয়ে পাঠ্যবইকে প্রাধান্য দেওয়া , প্রত্যেক শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা দেওয়া সহ শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করার আহবান জানানো হয়।
Leave a Reply