কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায় কর্মরত এসআই আবু হানিফ মন্ডল জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। রবিবার সকালে ডিআইজি রেঞ্জ রংপুর কনফারেন্স র” আগস্ট এ ঘোষনা দেওয়া হয়। এ সময়ে রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বিপিএম(বার),পিপিএম ও ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ উত্তম প্রসাদ পাঠক তার হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।
২০২৩ এর আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার মধ্যে রুহিয়া থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ আবু হানিফ মন্ডল (৭৮০১০০৯৩৪৬) কৃতিত্বের সাথে অপরাধ দমনে সফলতা অর্জন করায় এ সম্মাননা দেওয়া হয়।
আগস্ট মাসের ঠাকুরগাঁও জেলায় তিনিই একমাত্র এস আই যিনি রংপুর ডিআইজি রেঞ্জ কনফারেন্স থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় পুরস্কৃত হলেন। ১১ জানুয়ারি ২০০১ সালে এসআই আবু হানিফ মন্ডল বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং ৪ আগস্ট ২০২২ সালে তিনি ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে রুহিয়া থানার অনেক জটিল মামলা বিশেষ করে মাদক মামলা রহস্য উদ্ঘাটন করে, আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ পূর্বক চূড়ান্ত প্রতিবেদনও প্রদান করেছেন সফলতার সাথে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই আবু হানিফ মন্ডল বলেন,পুলিশে যোগদানের পর থেকে ন্যায়, নীতি ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। বর্তমানে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মহোদয় ও রুহিয়া থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা মোতাবেক কাজ করায় আমি আজ স্যারদের উপস্থিতিতে রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করতে পেরেছি বলে মনে করি। আজকের এ পুরস্কার আমার আগামী দিনের পথ চলার পাথেয় হবে।
এস আই আবু হানিফ মন্ডল দিনাজপুর জেলার পার্বতীপুর থানার শেরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবুল ইসলামের ছেলে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা (ওসি) জানান, এস আই আবু হানিফ মন্ডল তার কর্তব্য-কর্মের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশ পুলিশে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। আজকের এই পুরস্কার গ্রহণ তাকে আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি
Leave a Reply