কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা ও তার বাহিনীর হাতে ভাতিজা আল-আমিন মৃধা (৩০) নামের একজন নিহত ও শামীম মৃধা আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।নিহত আল-আমিন শানু মৃধার ছেলে।
০২.০৯.২৩ইং তারিখ রোজ শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটার সময় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মিলঘর নামক স্থানের আগে হাতেম মৃধার বাজারের মাঝামাঝি ফকির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্ত বিরোধ চলছে আপন চাচাদের সঙ্গে। এনিয়ে কয়েকবার সালিশ মিমাংশার চেষ্টা হয়েছে। বর্তমানে দুটি মামলা ও চলছে। ঘটনার সময় আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে আল-আমিন মৃধা ও তার ভাই শামীম মৃধাকে রাস্তায় পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে বিবাদী মোতালেব মৃধার নেতৃত্বে জাফর মৃধা (৪৫), পিতাঃ মৃত হাশেম আলী মৃধা, লাবিব মৃধা (১৮), মামুন মৃধা (২৫), পিতাঃ মোতালেব, নুরুজ্জামাল মোল্লা, পিতাঃ, শহিদুল মৃধা, জাহিদুল মৃধা,পিতাঃ মৃত ভাসাই মৃধা, এছাড়াও ১০-১২ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় আল-আমিন মৃধা ও তার ভাই শামীম মৃধাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিন মৃধাকে মৃত ঘোষণা করেন। এবং আহত শামীম মৃধাকে ভর্তি দেয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন বাউফল থানা পুলিশ। পুলিশ সুত্রে নিহত আল-আমিন মৃধার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে রয়েছে। এবিষয়ে থানায় মামলা হলে আসামিদের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাউফল থানার অফিসার ইনচার্জ আরিচুল হক।
Leave a Reply