মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিশেষ করে হৃদরোগে আক্রান্তে প্রবাসী মৃত্যু বরণের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ৪ সেপ্টেম্বর সকালে
কুয়েতের আল মোজাইনী এক্সচেঞ্জের হাসাবিয়া শাখার কর্মকর্তা ও একচেঞ্জ কোম্পানি কর্মকর্তা সংস্থার সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ বাহার(৪৬) হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়েতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
নিহতের লাশ স্হানীয় হাসপাতাল মর্গে রয়েছে। সকল আইনী প্রক্রিয়া শেষে লাশ শীঘ্রই দেশে পাঠানো হবে বলে জানা গেছে। নিহত বাহারের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ বলে জানা গেছে।
মরহুমের রুহের মাগফেরাত ও শোকাবহ পরিবারের সমবেদনা জানিয়ে জানিয়ে শোক জানিয়েছেন কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply