মোঃমাহফুজুর রহমান বিপ্লবঃফরিদপুর জেলা প্রতিনিধি।
ফরিদপুরে বেনিফিশিয়ারি’জ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর আয়োজনে এএলআরডি এর সহযোগিতায়,ভূমি ও কৃষিতে নারীর অধিকার: স্থানীয় বাস্তবতা , নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ সেপ্টেম্বর) ২৩তারিখ সোমবার সকাল ১০টায় ফরিদপুর এনজিও ফোরাম কনফারেন্স রুম আয়োজন করা হয়।
,বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির এর সভাপতিত্বে,গাজী মোহাম্মদ সোহরাওয়ার্দী, স্বাধীন গবেষণা পরামর্শক; সমন্বয়ক, সিএফকে এবং রায়হানা রহমান ,সহকারী কর্মসূচি কর্মকর্তা,বিএফএফ
এর উপস্থাপনায়, উক্ত সেমিনারে বক্তব্যে রাখেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
আব্দুর রাজ্জাক মোল্যা, সদর উপজেলা নির্বাহী অফিসার, লিটন ঢালী, রওশন জাহান মনি,উপ নির্বাহী পরিচালক, এএলআরডি, জিয়াউর রহমান সহকারী কমিশনার (ভূমি) সদর উপজেলা,ফরিদপুর, এ এস এম আলী আহসান, উপ পরিচালক, দ মো: নুরুল হুদা,, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ,ফরিদপুর,মো: আজহারুল ইসলাম ,নির্বাহী পরিচালক এফডিএ ফরিদপুর,বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সভাপতি, সিরাজ ই কবির খোকন, সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট,ফরিদপুর, আসমা আক্তার মুক্তা, নির্বাহী পরিচালক ,রাসিন, শিপ্রা গোস্বামী,সমন্বয়কারী, ব্লাস্ট, মো: বিলায়েত হোসেন,নির্বাহী পরিচালক ,পথকলি সংস্থা, মো: হাফিজুর রহমান,নির্বাহী পরিচালক , পিডব্লিউও নাজমা আক্তার,নির্বাহী পরিচালক , এসো জাতি গড়ি, সিমা আক্তার , কর্মসূচি কর্মকর্তা এফপিএবি, ইয়াকুব মৃধা,ইউপি সদস্য।
নারী কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহানাজ বেগম, মনিরা বেগম সহ প্রমূখ।
Leave a Reply