সাগর চন্দ্র স্বপন, বিশেষ প্রতিনিধি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক আজ চাঁদপুর সদরের ছায়াবাণী মোড়ে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রচুর পরিমানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রিএজেন্ট পাওয়ায় এবং ডেঙ্গু টেস্ট ফি অত্যাধিক (NS1 ১২০০/-)রাখায় (সরকার নির্ধারিত মূল্য NS1= ৩০০/-CBC=৪০০/-,IgG/IgM = ৩০০/-)নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরচাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন।
সহযোগিতায়: জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিম।
Leave a Reply