সাখাওয়াত হোসেন,পাঁচবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা আজ বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় বারোয়ারী মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।
এ উপলক্ষে পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল,ঐক্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ (অবঃ), উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সহ-সভাপতি বাবু নিশিপদ দাস, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যাপক বাবু সুদর্শন সরকার,থানা পুলিশের এসআই সুশান্ত রায়,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক বাবু সুভাষ চন্দ্র দাস ও পূজা পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ সরকার (বাপ্পী) প্রমুখ।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বারোয়ারী মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ করা হয়।
Leave a Reply