রবিউল আলম গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার কাজীপাড়া এলাকা থেকে ০৮ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে আটক করা হয়। আটককৃতরা হলেন ১. নিলুফা বেগম (৩৫) ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার কুইয়া পানিয়া (চান্দের বাজার) গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে ও জাবেদ আলীর স্ত্রী।২.মোঃ রুবেল (২৮),কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পূবাইল থানায় কর্মরত এসআই মো. হুমায়ুন কবির জানান, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৪১নং ওয়ার্ডের কাজীপাড়া সাকিনস্থ এপিএস গোডাউন এর সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ০৮ কেজি গাঁজা ও এক নারীসহ দুই জনকে আটক করা হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply