সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় একযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস-২৩ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। এসময় উপস্থিত বক্তব্য রাখেন জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই সুশান্ত কুমার রায়, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা এনজিও পরিষদের সভাপতি ও এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার। পরে একটি র্যালী সহকারে অতিথিরা উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন।
Leave a Reply