সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাট-হিলি পাকা রাস্তার পাশে অবস্থিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা আটাপাড়া রেলগেট সংলগ্ন অবস্থিত ঐতিহ্যবাহী আটাপাড়া শাহ গাজী ইসমাইল (রা:) মাজার প্রাঙ্গনে পাঁচ’তলা বিশিষ্ট মসজিদ ও মাদ্রাসার একাডেমী ভবন নির্মাণে বেজ ঢালায় কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে জয়পুরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে তিনি অনুপস্থিত ছিলেন। তবে মাজার কমিটির সদস্য, এলাকার আলেম ওলামা ও মুসল্লিদের উপস্থিতে এমপি মহোদয়ের অনুমতিক্রমে এ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি আলহাজ্ব আহসান হাবীব মিলন, সম্পাদক সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন মন্ডল, সাবেক ইউপি সদস্য এনামুল হক মন্ডল, বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ফজলুর রহমান ও মাজার মসজিদের ইমাম মাওলানা সাজেদুর রহমান সহ অনেকেই। মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকল্পে এ সময় উপস্থিত সকলেই আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।
মাজার কমিটির সভাপতি আলহাজ্ব আহসান হাবীব মিলন বলেন, পাঁচ’তলা বিশিষ্ট মসজিদ ও মাদ্রাসা ভবন নির্মাণের প্রায় কোটি টাকা ব্যয় হবে।
Leave a Reply