মাজেদুর,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ– হলিষ্ঠিক এপ্রোচ টু ট্যাকল চাইল্ড লেবার উইথ ইমফেসিস অন ওরষ্ঠ ফর্মস অফ চাইল্ড লেবার ডেভলাপড এপ্লাইড এন্ড প্রুফড সাকসেসফুল ইন সিলেক্টেড রিজিওন অফ বংলাদেশ (সিএল এম এস) প্রকল্প এর আওতায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন হিসাবে ঘোষনা করা হয়।
ইকো – সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেসন ( ইএসডিও) ও ইন্টার ন্যাশনাল লেবার অর্গানাইজেশন আই,এল,ও এর সহযোগিতায় এবং গড়েয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১১ সেপ্টেম্বর দুপুরে গড়েয়া ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও (সি,এল,এম,এস) এর প্রকল্পের প্রকল্প সমন্বয় কারি মোস্তাফা কামাল সহ স্কুল শিক্ষক, সাংবাদিক, সমাজ সেবক, শিশুদের অভিভাবক, ইউপি সদস্য ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মী গণ।
অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন গড়েয়া ইউনিয়ন এর সোসাল কমিউনিটি ভলান্টিয়ার মোছাঃ আবিদা সুলতানা। প্রকল্পটির আওতায় গড়েয়া ইউনিয়নে ৫৪ জনকে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত করা হয় এবং তার মধ্যে বর্তমানে ২৪ জন স্কুল গোয়িং শিশু।
Leave a Reply