মোঃ আলী সোহেল, কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কেজি গাঁজা সহ সোমেনা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারি কে আটক করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।গ্রেফতারকৃত সোমেনা বেগম উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মৃত কাজল মিয়া স্ত্রী।
সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টা ২০ মিনিটের সময় কুলিয়ারচর থানাধীন পূর্ব গোবরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জামিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় নারী অফিসার-ফোর্সের সহায়তায় সোমবার ১১ সেপ্টেম্বর দিবাগত রাত ১১.২০ ঘটিকায় কুলিয়ারচর থানাধীন পূর্ব গোবরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি সোমেনা বেগম (৩৫) কে গ্রেফতার করে এবং তার নিজ হেফাজত হতে তার নিজ হাতে বের করে দেওয়া বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করে রাত ১১.৫৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।
কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কুলিয়ারচর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply