রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা -০৯ (লাকসাম- মনোহরগঞ্জ) সংসদীয় আসনে জাকের পার্টি ( গোলাপ ফুল প্রতীক) দলীয় প্রার্থী নির্ধারন উপলক্ষে নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা ১৩ সেপ্টেম্বর লাকসাম শহরের একটি চাইনিজ রেস্তোরাঁ অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টির লাকসাম উপজেলা সভাপতি মুহাম্মদ নুরে আলম মানিকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের মহাসচিব মুরাদ হোসেন জামাল, জাতীয় স্থায়ী কমিটির সদস্য শামিম হায়দার, মাহাবুবুর রহমান হায়দার, আবদুল লতিফ খান যুবরাজ, শেখ নজরুল ইসলাম লিটন, আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফি, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ্, রবিউল ইসলাম রবি, জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, মৎস্যজীবি ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুব ও হিন্দু ফ্রন্টের কেন্দ্রীয় সাধারসাধারণণ সম্পাদক বিপ্লব বণিক, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক শেখ মোঃ নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুর রশিদ হাওলাদার, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মোঃ মহিউদ্দিন ফকির, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ( কুমিল্লা ও বি- বাড়িয়া) সাংগঠনিক জেলা মোঃ সেলিম কবির, স্থায়ী কমিটির সদস্য আবদুল হালিম এডভোকেট, কুমিল্লা দক্ষিন জেলা জাকের পার্টির সভাপতি এডভোকেট আবুল হোসেন, কুমিল্লা উত্তর ও দক্ষিন সাংগঠনিক জেলা নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাউন্সিলরদের প্রত্যক্ষে সর্বোচ্চ ১৪৪ ভোট পেয়ে লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ নুরে আলম মানিক কুমিল্লা-৯ ( লাকসাম- মনোহরগঞ্জ) আসনে জাকের পার্টির ( গোলাফ ফুল) প্রতীকের প্রার্থী নির্বাচিত হোন।
উৎসব মুখর পরিবেশ প্রার্থী নির্ধারনে ৩ জন প্রার্থী ভোটে অংশ গ্রহন করেন তাহারা হলেন লিটন চন্দ্র ভৌমিক ৪৯ ভোট, আবদুলাহ আল- আমিন ১৪ ভোট পেয়েছেন।
গনতান্ত্রিক রাজনীতিতে জাকের পার্টি মাইলফলক হয়ে থাকবে বলে জাকের পার্টির লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী হীরা প্রতিবেদকে জানান৷ তিনি আরে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে আমরা আশাবাদী৷
Leave a Reply