মোঃ হারুনুর রশিদ, কচুয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ কচুয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক(PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আজ ১৫/০৯/২৩ইং শুক্রবার, বিকেলে রাজমহল কমিউনিটি সেন্টারে আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মূফতি মোজাম্মেল হক সাহেবের সভাপতিত্বে এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুহা. ইমান হোসাইন জহির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি-আলহাজ্ব শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন,
জেলা সেক্রেটারি-কে.এম ইয়াছিন রাশেদ সানী,
জেলা সহ-সাংগঠনিক সম্পাদক- মূফতি আমির হোসেন বিন্নূরী। উপজেলা শাখার সেক্রেটারি- গাজী গোলাপ শাহ, সাংগঠনিক সম্পাদক- মাওলানা দেলোয়ার হোসাইন এবং উপজেলা শাখার সহযোগী সকল সংগঠন এর নেতৃবৃন্দ সহ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুরুল করিম আকরাম বলেন, আইয়্যামে জাহিলায়াতের ঘোর অন্ধকার থেকে রাসূল (স) যে পথে, যে নিতীতে মানুষকে আলোর পথ দেখিয়েছে, ঠিক সেই পথে এবং সেই নিতীতে রাসূল (স) এর আদর্শে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষকে আলোর পথে ডাকছি।
তিনি বলেন, বাংলাদেশের জালেম শাসক থেকে বাংলার সাধারণ মানুষকে মুক্তি করতে পীর সাহেব চরমোনাই-এর নেতৃত্বের বিকল্প নেই।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আজ বোবা কান্না করছে, দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে,
বাংলার মানুষ বোবা কান্না করছে, আইনের সু-শাসন না পেয়ে।
বাংলার মানুষ বোবা কান্না করছে তাদের ভাতের অধিকার, ভোটের অধিকার না পেয়ে। তাই আসুন পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে এই জালেম সরকারকে অবৈধ গদি থেকে নামিয়ে বাংলার মানুষকে মুক্ত করি।
পরিশেষে ইসলামি আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি-মূফতি মোজাম্মেল হক এর মোনাজাতের মাধ্যমে তৃণমূল প্রতিনিধি সম্মেলন সমাপ্ত করা হয়।
Leave a Reply