ফেনী প্রতিনিধি: রাজীব দাস
গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার ফেনী শহরের জেল রোড়স্থ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে এবং মহান মুক্তিযুদ্ধে জাতির সূর্যসন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে সকাল ১০.৪৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গসংগঠন ‘বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ ফেনী জেলার নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট শৈবাল দত্ত, সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন এর নেতৃত্বে জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।
উক্ত পুষ্পস্তক অর্পন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শহিদুল আলম, খালেদ মোহাম্মদ আলী রাসেল, এডভোকেট পিয়াস মজুমদার, খুরশিদ আলম, ইলিয়াস সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বীরের সন্তানেরা দেশকে ভালোভাবেসে নতুন বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে সেবার ব্রত নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহন করেন।
Leave a Reply