স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ ২৬ শে নভেম্বর রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি দুটি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।
এছাড়া আলোচিত প্রার্থীদের মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১, চিত্রনায়ক ফেরদৌস ঢাকা-১০, মাশরাফি বিন মোর্তুজা নড়াইল-২ এবং ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
খুলনার বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা :খুলনা-১ ননি গোপাল মন্ডল, খুলনা-২ শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ এসএম কামাল হোসেন, খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদীম খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ মো. রশিদুজ্জামানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২শেখ তন্ময়, বাগেরহাট-৩ হাবিবুন নাহার, বাগেরহাট-৪ এইচএম বদিউজ্জামান সোহাগকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৩ আ. ফ. ম. রুহুল হক, সাতক্ষীরা-৪ এস এম আতাউল হককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
মেহেরপুর-১ ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আবু সালেহ, কুষ্টিয়া-১ সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-২ ঘোষিত হয়নি, কুষ্টিয়া-৩ মাহবুবউল আলম হানিফ, কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর, ঝিনাইদহ-১ আব্দুল হাই, ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী, ঝিনাইদহ-৩ সালাউদ্দিন সিরাজী, ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজীমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
যশোর-১ শেখ আফিল উদ্দিন, যশোর-২ তৌহিদুজ্জামান, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪ এনামুল হক বাবু, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য, যশোর-৬ শাহীন চাকলাদার, মাগুরা-১ সাকিব আল হাসান, মাগুরা-২ বীরেন শিকদার, নড়াইল-১ কবিরুল হক, নড়াইল-২ মাশরাফি বিন মর্তুজাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
Leave a Reply