সাগর চন্দ্র স্বপন, বিশেষ প্রতিনিধি
সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরে তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুর ও হাইমচর উপজেলা থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিলে অংশনেন শিক্ষামন্ত্রী
মিছিলটি শহরের কদমতলা থেকে শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় গিয়ে শেষ হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মজিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের এমন উচ্ছ্বাস প্রমাণ করে- দেশে আবারও নৌকা প্রতীকের দল, বঙ্গবন্ধুর আর্দশ লালনকারী এবং শেখ হাসিনাকে ক্ষমতায় চায়।
Leave a Reply