স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
জাতীয় দ্বাদস সংসদ নির্বাচনে খুলনা -১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ ও খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডল বলেছেন,জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি বলেন,সামনে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই অনুষ্ঠিত হবে।কিন্তু বিএনপি চায় জনগণের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হয়।তারা ভোট চায়না, সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায়।এজন্য নির্বাচন বানচাল করতে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে।
ননী গোপাল বলেন, বাংলাদেশ কোন বিদেশী শক্তির কাছে মাথা নোয়াবে না বাঙালি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই স্বাধীনতার লাল সবুজ পতাকা অর্জন করেছে। ননীগোপোল মন্ডল বলেন,আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে দেশের উন্নয়ন হয় জনগণের কল্যাণ হয়।বিএনপি -জামাতের একমাত্র কাজ অগ্নিসংযোগেরর মাধ্যমে মানুষ হত্যা করা।
তিনি আজ ২৮ নভেম্বর নিজ এলাকায় আসার পুর্বৃে নেতাকর্মিরা হাজারো মোটর সাইকেল শোভাযাত্রা করে জিরো পয়েন্ট প্রিয় নেতাকে বরন করে নেয়।
দাকোপ-বটিয়াঘাটায় বিভিন্ন পথসভায় দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ রায়ের পরিজালনায় প্রধান অতিথির বক্তব্যো ননীগোপাল মন্ডল এ সব কথা বলেন।
মান্যবর অতিথি হিসাবে উপস্হিতছিলেন,উপজেলা
আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শেখ যুবরাজ,বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন
উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাদের,উপজেলা আ’লীগের সাবেক প্রচারপ্রকাশনা সম্পাদক মানস কুমার রায়,সাবেক উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কৈলাশগজ্ঞ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল, চেয়ারম্যান শাব্বির হোসেন,এ্যাড,কামরুজ্জামান সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন,অচিন্ত সাহা, অশোক দাস, শ্যামসুন্দর মন্ডল,,দাকোপ-বটিয়াঘাটা উপজেলা আ’লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বটিয়াঘাটা আওয়ামীলীগের নেতৃবৃন্দৃ ও দাকোপ উপজেলা নেতৃকৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।পথ সভায় বক্তৃতা করেন।পরে বাজুয়া লাউডোব ও বানিশান্তা পথ সভায় সংবর্ধনা দেওয়া হয়।
Leave a Reply