শহীদুল ইসলাম শহীদ,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।
মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১২ টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এর কাছে এই মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামী লীগের পক্ষ হতে নৌকা প্রতীক দিয়ে তাকে এ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শফিউল আলম, মোঃ সাজেদুল ইসলাম,মোঃ আহসান আজিজ সরদার মিন্টু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রেজাউল আলম রেজা, মোঃ গোলাম কবীর মুকুলসহ প্রমুখ।
মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষে প্রার্থী মিসেস আফরুজা বারী সাংবাদিকদের বলেন, এই আসনে সাধারণ জনগণের প্রত্যাশা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন।এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ ও চিরঋণী।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার প্রতি প্রত্যাশা অনুযায়ী আমি এই জনপদের জনগণের জন্য জীবনমান উন্নয়নে নৌকার বিজয় এনে আওয়ামী লীগ সরকারকে পূনরায় ক্ষমতায় আনবো।
Leave a Reply