মো: ইমান হোসেন,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষ তবে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার ১জন প্রার্থীসহ অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ উপজেলার প্রার্থীরা।
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসন: বাংলাদেশ আওয়ামী লীগ-রফিকুল ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ-সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, স্বতন্ত্র-গাজী মাঈনুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী রফিকুর রহমান পিরোজ।।এর মধ্যে মাঠ পযার্য়ে জরিপ করে যা দেখা যায় যে, হাজীগঞ্জ ১২ টি ইউনিয়নের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে যেনো গাজী মাঈনুদ্দিন জয়ের কথা,
মানুষের মুখের বলি একটাই যেনো, এবার হাজীগঞ্জ – শাহরাস্তি, বাসির এমপি হিসেবে আগামী দিনে, আসবেন,গাজী মাঈনুদ্দিন।
এছাড়াও শাহরাস্তি উপজেলায় ১২ টি ইউনিয়ন এর বেশ কয়েকটি ইউনিয়নে ও গাজী মাঈনুদ্দিনের কথা শুনা গেলেও ও শাহরাস্তি ও হাজিগঞ্জ দুটি আসনেই কঠোর অবস্থান দেখা গেছে মেজর( অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তমের কথা।
সাধারন মানুষের একটাই আশা আগামী দিনে এমপি হিসেবে সাধারণ জনগণের জন্য কাজ করবে তাকেই নির্বাচিত করবে।
মেজর( অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তম, যিনি নৌকার মনোনয়ন নিয়ে নিবার্চন করেছেন তিনিও শক্তিশালী হিসেবে লড়ছেন নৌকার প্রতীক নিয়ে,
মেজর (অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তমকে নিয়ে ও কিছু কিছু গুন্জন শুনা যায়।
মাঠ পযার্য়ে জনগণের সমর্থন অনুযায়ী, পীর বাদশাহ মিয়া মুহাদ্দিস যিনি নাকি ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, থেকে স্বতন্ত্র প্রা্থী হিসেবে নিবার্চনে অংশ গ্রহন করছেন,,তার ও মোটামুটি জন সমর্থন রয়েছেন।
আর ৪ র্থ পযার্য়ে রয়েছেন,, সফিকুর রহমান পিরোজ, তিনি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিবার্চন করবেন।তার ও মাঠ পযার্য়ে কিছু কিছু সমর্থন রয়েছে।।
সব শেষ এটাই বলা যেতে পারে,,হাজীগঞ্জ -শাহরাস্তি, জনগনের কথার গুন্জনে বুজা যায়,,গাজী মাঈনুদ্দিনের জনসমর্থন অত্যাধিক তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে আছেন।
সুতরাং , আগামী দ্বাদশ নিবার্চনের দিন, কে জনগণের ভোটের মাধ্যমে,, নির্বাচিত হয়েছেন তা বুঝতে আর বাকি থাকবেনা।
Leave a Reply